আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকা বৃহৎ সামরিক এলাকা আফগান বাহিনীকে হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৪, ৭:৪৮ পূর্বাহ্ণ
দক্ষিণ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকা বৃহৎ একটি সামরিক এলাকা আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
তালেবান সরকারকে উৎখাতের জন্যে ১৩ বছর আগে দেশটিতে বিদেশি সৈন্য প্রবেশের পর এই এলাকাটি স্থানীয় বাহিনীর কাছে হস্তান্তর করা হলো। আফগানিস্তান থেকে নেটোর সৈন্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করার প্রক্রিয়ায় এই হস্তান্তরকে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে।
শুধুমাত্র এ বছরেই যখন আফগান নিরাপত্তা বাহিনীর চার হাজরেরও বেশি সদস্য নিহত হয়েছে তখনই এই হস্তান্তরের ঘটনা ঘটলো। আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে বহুজাতিক বাহিনীর যখন তুমুল লড়াই চলছিল, তখন ক্যাম্প বাস্তিয়ন ছিল এক বিশাল এবং ব্যস্ত সামরিক ঘাঁটি। আফগানিস্তানে এখন একটি জাতীয় ঐক্যের সরকার আছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট আছেন। তাদের সামনে এখন অনেক নিরাপদ ভবিষ্যত রয়েছে।
হেলমান্দ প্রদেশের লাল মাটিতে এটিকে দেখতে মনে হতো এক বিরাট মরু শহর। পুরো ঘাঁটিটি ঘেরা ছিল বিশ মাইল দীর্ঘ নিরাপত্তা বেস্টনি দিয়ে। ১৪ হাজার সৈন্য থাকতো এই ঘাঁটিতে। যুদ্ধ যখন তুঙ্গে, তখন এর সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রানওয়েতে প্রতিদিন উঠা-নামা করেছে ছয়শো সামরিক বিমান। এর ভেতরেই ছিল সৈন্যদের জন্য হাসপাতাল, ক্যান্টিন, জিম থেকে শুরু করে বিনোদনের নানা ব্যবস্থা। আজ এই ঘাঁটি আফগান বাহিনীর হাতে হস্তান্তরের মধ্য দিয়ে ১৩ বছর ধরে চলা আফগান যুদ্ধেরও সমাপ্তি টানতে চাইছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো।