ডব্লিউআইইএফ সম্মেলনে যোগ দিতে দুবাই গেলেন রাষ্ট্রপতি
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৪, ৭:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাষ্ট্রপতি আবদুল হামিদ দশম ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামে (ডব্লিউআইইএফ) যোগদানের উদ্দেশে আজ ২৭ অক্টোবর সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
সকাল নয়টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি।
ডব্লিউআইইএফের সম্মেলন শুরু হবে আগামীকাল মঙ্গলবার। ওই দিনই রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে রাষ্ট্রপতি দুবাই সফরে যাচ্ছেন। ২৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।