কুলাউড়ায় ৩৩ লাখ টাকার ভারতীয় কাপড় আটক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৪, ৬:২২ পূর্বাহ্ণ
কুলাউড়া সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রাম থেকে ভারতীয় ৩৪৫টি শাড়ি কাপড় আটক করা হয়েছে। গত ২৫ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টায় আলীনগর বিজিবি ক্যাম্প কর্তৃক এ কাপড় আটক করা হয়েছে। যার মূল্য ৩ লাখ ৪১ হাজার টাকা ।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেপ্টেনেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি সহযোগিতায় আলীনগর বিজিবি ক্যাম্প কামান্ডার দাইমুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি রবিব বাজারের মনসুরপুর গ্রামের মুতলিব মিয়ার বাড়িতে থেকে ভারতীয় চোরাই মালামালের গোপন সংবাদে ভিত্তিতে বাড়ি তল্লাশী করে তিনটি ঘর থেকে ১৬ বান্ডিল ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। যার বাজার মূল্যে ৩৩ লাখ ৪১ হাজার টাকা হবে। আটককৃত কাপড়ের মধ্যে ছিল ভারতীয় থ্রি পিস, কাতান শাড়ি, লক্ষ্ণীরানী শাড়ি।
বিজিবি’র নায়েক সুবেদার দাইমুল ইসলাম বলেন, ১৬ বান্ডিলে ৩৪৫টি কয়েক জাতের শাড়ি কাপড় আটক করা হয়েছে যার বাজারমূল্য ৩৩ লক্ষ টাকা। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেপ্টেনেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ শাড়িগুলো আটক করা হয়েছে। তিনি আরও বলেন আজ ২৭ অক্টোবর শ্রীমঙ্গল সেক্টরে এনে সিজার করে এ শাড়িগুলো কাস্টমসে জমা করে দেওয়া হবে। এ ব্যাপারে কোন মামলা হবে না কারণ এ শাড়ির সাথে কাউকে পাওয়া যায়নি। শ্রীমঙ্গল সেক্টর কামান্ডার তরিকুল ইসলাম বলেন, এ সেক্টরের অধীনে এই প্রথম এত বড় চালান সিজার হয়েছে। আলীনগর ক্যাম্পে বিজিবি সদস্যরা সকলেই নতুন তাই তাদেরকে নিয়ে আমি গর্বিত। তিনি আরও বলেন, এভাবে আমাদের প্রত্যেক ক্যাম্পে অভিযান অব্যাহত রয়েছে।