৩০ অক্টোবর মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৪, ১:৩৭ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জেলা সম্মেলন। সকাল ১১টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন দলের নেতা কর্মীরা।
এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন সংগঠনের স্থায়ী কমিরি সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান বক্তার বক্তব্য রাখবেন আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী। বিশেষ বক্তার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সদস্য আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী, সাবেক জেলা সভাপতি মাওলানা আকমল আলী।
বক্তব্য রাখবেন, ঢাকা মহানগর আল ইসলাহর সভাপতি মাওলানা আবু নছর জিহাদী, সিলেট জেলা সভাপতি মাওলানা আবু জাফর মো. নোমান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু তাহির মো. খালেদ, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান, মাওলানা ফজলুল হক খান সাহেদ, সিলেট দক্ষিণ সুরমার উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ মো. ইমাদ উদ্দিন নাছিরী।
সম্মেলনে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম ও পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম।