রাজশাহীতে অর্ধশতাধিক হাতবোমাসহ গান পাউডার উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৪, ৭:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজশাহীতে অর্ধশতাধিক হাতবোমা ও ২ কেজি গান পাউডার উদ্ধার করেছে র্যাব।
শনিবার রাত ১টার দিকে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তায় পড়ে থাকা ব্যাগের ভেতর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
রাজশাহী র্যাব-৫ এর কর্মকর্তা সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৫ এর একটি দল শনিবার রাতে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযানে যায়। এ সময় সেখানে রাস্তায় থাকা কয়েকজন লোক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে রাখা দুই কেজি গান পাউডার ও ৫৭টি তাজা হাতবোমা উদ্ধার করে র্যাব সদস্যরা।
তিনি জানান, হরতালে নাশকতা সৃষ্টির জন্য এসব বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৫ এর অপারেশন অফিসার খালেদা আক্তার জানান, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।