কমলগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৪, ৭:৪৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে পুকুরে পানিতে ডুবে সুমাইয়া বেগম নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসে গত ২৫ অক্টোবর শনিবার দুপুর ২টায়।
পারিবারিক সূত্রে জানা যায়, আলীনগর বস্তির ইসমত মিয়ার দেড় বছরের শিশু কন্যা সুমাইয়া বেগম মায়ের সাথে গত ২৪ অক্টোবর শুক্রবার মামা তাহির মিয়ার বাড়িতে আসে। শনিবার দুপুরে বাড়ির লোকের অজান্তে পুকুরে পানিতে পড়ে যায়। আধা ঘন্টা পর পরিবারের লোকজন তার মৃত দেহ পুকুরের পানিতে ভাসতে দেখে মৃত দেহ উদ্ধার করেন।
সন্তানকে হারিয়ে মা, বাবা ও মামার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।