গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৪, ৭:৪৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে।
আজ রোববার ভোরে উপজেলার বাউশিয়া পাখি পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
নিহতরা হলেন কাজেম আলী (১৯) ও রাসেল মিয়া (২২)।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ভোরে চট্টগ্রামগামী শাওন পরিবহনের একটি বাস মহাসড়কের বাউশিয়া পাখি পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে দু’জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে লাশ উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সার্জেন্ট সাইফুল জানান, সকাল সাড়ে ৯টার দিকে সড়ক ও জনপথের অত্যাধুনিক রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।