সম্মিলিত ইসলামী দলসমূহের ঢিলেঢালা হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৪, ৭:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে সম্মিলিত ইসলামী দলসমূহ।
হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে গ্রেফতার না করায় রোববার সকাল ৬টা থেকে পূর্বঘোষিত এই কর্মসূচি পালন শুরু করেছে সংগঠনটি।
হরতাল চলাকালে দুপুর ১২ টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও সকাল থেকেই বাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।
হরতালে নাশকতা এড়াতে সকাল থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ২২ অক্টোবরের (বুধবার) মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয় সম্মিলিত ইসলামী দলসমূহ। বুধবার আলটিমেটাম অনুযায়ী রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান।
শনিবার এই হরতালে নৈতিক সমর্থন দেয় জামায়াতে ইসলামী।