আজ শেরে বাংলার ১৪১তম জন্মবার্ষিকী
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৪, ৭:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ ২৬ অক্টোবর অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ১৪১তম জন্মবার্ষিকী। নানা আয়োজনের মধ্য দিয়ে তার জন্মদিন উদযাপন করা হবে। এ উপলক্ষে আজ জাতীয় নেতার মাজারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। শেরে বাংলা একে ফজলুল হকের নাতি একে ফাইয়াজুল হক রাজুর বাসভবনে বাদ মাগরিব কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব পরিষদ বিকাল সাড়ে ৫টায় তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বহুমুখী কিংবা বৈচিত্র্যময় প্রতিভার অধিকারী শেরে বাংলা ফজলুল হক কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপনা করেছেন। আইন পেশায় তাঁর প্রতিভার উচ্চতা ছিল আকাশছোঁয়া। তাঁর পৃষ্ঠপোষকতায় এবং সেকালেই অবিভক্ত উপমহাদেশে ভারতের জাতীয় কবি হিসাবে স্বীকৃত কাজী নজরুল ইসলামের নেতৃত্ব ও সম্পাদনায় প্রকাশিত ‘দৈনিক নবযুগ’ পরাধীন উপমহাদেশে রাজনীতিতে নবযুগের সূচনা করেছিল।
‘নবযুগের’ সামাজিক ও রাজনৈতিক প্রভাব অবিভক্ত বাংলা তথা সমগ্র উপমহাদেশে ব্যতিক্রমী ইতিহাস হয়ে আছে। বাংলার হতদরিদ্র কৃষকের মুক্তির দূত শেরে বাংলা। তাঁর প্রজাস্বত্ব আইন সামাজিক ইতিহাসে তাঁকে অমরত্ব দান করেছে। অবিভক্ত বাংলায় বিশেষভাবে মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শেরে বাংলা মহীরুহ ব্যক্তিত্ব এক্ষেত্রে বাংলায় মুসলিম পুনর্জাগরণের মহান অগ্রদূত সৈয়দ ইসমাঈল হোসেন শিরাজীর আদর্শে উজ্জীবিত ও তাঁরই প্রদর্শিত পথে শেরে বাংলা পশ্চাত্পদ মুসলমানদের আধুনিক শিক্ষার পথে এগিয়ে নিতে অসামান্য ভূমিকা পালন করেন। রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে তাঁর ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের জনপ্রিয়তা সাফল্য ও সেবাধর্মী কৃতিত্ব ইতিহাস সৃষ্টি করেছে।