মানবিক গুণাবলী সম্পন্ন নেতৃত্বই সমাজকে সুপথ দেখাতে পারে — মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৪, ৩:৪৬ অপরাহ্ণ
সিলেট অফিস ::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন মানবতা ও উদারতা যে নেতৃত্বে নেই তার দ্বারা সঠিক নেতৃত্ব তৈরী হতে পারে না। আজ যারা নেতৃত্বের আসনে আসীন তাদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন হতে হবে। তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দকে সঠিক নেতৃত্ব দানের মাধ্যমে ঘুণেধরা সমাজ ব্যবস্থাকে সত্য ও সুন্দরের পথ দেখাতে আলোকবর্তীকা হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন সময়ে সময়ে ঈমান বিধ্বংসী বিভিন্ন ফিৎনা মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমান সময়েও মাযহাব না মানার মত নতুন ফিৎনার সৃষ্টি হয়েছে। যারা আমাদেরকে মাযহাব থেকে দূরে সরাতে চায় তারা অতীতেও সফল হয়নি ভবিষ্যতেও সফল হবে না। এদেরকে কঠোর হাতে দমন করতে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র মুরীদীন-মুহিব্বীন সহ ইসলামপ্রিয় জনতাকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তিনি ধর্মদ্রোহী লতিফ সিদ্দিকীর প্রসঙ্গ টেনে বলেন, এদেশে যাতে আর কোন ধর্মদ্রোহীর সৃষ্টি না হয় সেজন্যে ব্লাসফেমি আইনের আদলে একটি আইন সংসদে পাস করতে হবে। এজন্যে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে গতকাল সিলেটের একটি অত্যাধুনিক কনফারেন্স হলে লিডারশীপ ট্রেনিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমানের পরিচালনায় ট্রেনিংয়ে ট্রেইনার হিসাবে বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাও. ছালিক আহমদ, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. নজমুল হুদা খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাও. আবু ছালেহ মো. কুতবুল আলম, তালামীযের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাও. আতাউর রহমান, সিলেট (পূর্ব) জেলার সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মাও. হুছাম উদ্দীন আল-হুমায়দী ও সিলেট মহানগরীর সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আলমাছ উদ্দিন খান।
কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত ট্রেনিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শরীফ উদ্দিন, অর্থ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান, প্রশিক্ষণ সম্পাদক ওয়ালীউর রহমান সানী ও শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরী সভাপতি হুমায়ূনুর রহমান লেখন, সিলেট (পূর্ব) জেলা সভাপতি মো. উসমান গনি, পশ্চিম জেলা সভাপতি সুহায়ীল আহমদ তালুকদার, মৌলভী বাজার জেলা সভাপতি কাওছার আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মুহিবুর রহমান আখতার, হবিগন্জ জেলা সভাপতি লিয়াকত আলী তালুকদার, শাবিপ্রবি সভাপতি দুলাল আহমদ ও সিলেট প্রাইভেট বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি এম.জামিল আহমদ, কেন্দ্রীয় সদস্য মোজতবা হাসান চৌধুরী নোমান, খলিলুর রহমান সুমন, ফারুক আহমদ ও খন্দকার অজিউর রহমান আসাদ প্রমুখ।