যুবদলের সভাপতি আলালসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৪, ৬:১৪ পূর্বাহ্ণ
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতা-কর্মীকে আজ আজ ২৫ অক্টোবর শনিবার রাজধানীর লালমাটিয়া থেকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আলালসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের আটক করার কারণ পরে জানানো হবে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন জানান, সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে লালমাটিয়ায় নিজের বাসভবনে বৈঠক করছিলেন আলাল। বেলা ১১টার দিকে তাঁকেসহ সংগঠনের অন্তত ৮০ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। সেখান থেকে তাঁদের মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আটক করার কারণ জানায়নি পুলিশ।