প্রধানমন্ত্রীর আবুধাবি সফরে জনশক্তি রপ্তানি বিষয় প্রাধান্য পাবে
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৪, ৫:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে বন্ধ থাকা জনশক্তি রপ্তানি আবার চালু করার বিষয়টি আলোচনায় অগ্রাধিকার পাবে।
তিনদিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে আটটায় ঢাকা ছেড়েছেন।
দুবছরেরও বেশি সময় বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি পনেরো লাখে পৌঁছেছিল। এই সংখ্যা বেশি হওয়ার বিষয়টি ছিল রপ্তানি বন্ধের অন্যতম একটি কারণ। এছাড়াও বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে সংযুক্ত আরব আমিরাতে অনেক কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল। তখন সেখানে কাজ হারানো বাংলাদেশের অনেক শ্রমিক বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিল। তাদের অনেকে আমিরাতের বিভিন্ন কারাগারে আটক রয়েছে। এই বিষয়গুলোও জনশক্তি রপ্তানি বন্ধ হওয়ার কারণ বলে মনে করা হয়।
বিশ্ব মন্দা পরিস্থিতি কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে নতুন করে জনশক্তি নেয়ার প্রয়োজন দেখা দিচ্ছে। ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে আমিরাতে আবারও জনশক্তি রপ্তানি শুরুর সম্ভাবনা তৈরি হতে পারে।
তবে বাংলাদেশী যারা আরব আমিরাতের কারাগারে আটক রয়েছেন, তাদের ফেরত নেওয়াসহ কিছু শর্ত আসতে পারে। তাতে বাংলাদেশ সরকার কিভাবে সাড়া দেবে, তার উপরই বিষয়টা নির্ভর করছে।
বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, দুই দেশের আলোচনার ক্ষেত্রে আমিরাতে জনশক্তি রপ্তানি আবারও শুরু করার বিষয়কে বাংলাদেশ অগ্রাধিকার দেবে।