কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় যুবলীগকর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৪, ৫:৩৩ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় আব্দুল আলী (৪০) নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। গতকাল ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলী কোম্পানীগঞ্জ সদরের মনাফ আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ ঘটনা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬ টার দিকে কাটাখাল এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হলে আবদুল আলীকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি ওসি দেলোয়ার।
এ ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।