সিলেট পূর্ব জেলা তালামীযের উদ্যোগে প্রবাসী নেতাদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৪, ৪:১৫ অপরাহ্ণ
সিলেট অফিস ::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর সোবহানীঘাটস্থ বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, সহ অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, আল ইসলাহর কেন্দ্রিয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ উসমান গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী শিপুর উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি যুক্তরাজ্যস্থ বার্মিংহাম আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা হোসাম উদ্দিন আল হুমায়দী, সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাওলানা আলমাছ উদ্দিন খান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি সুহাইল আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শুভ, পূর্ব জেলার প্রচার সম্পাদক কামাল হোসেন, সহ প্রচার সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ, অফিস সম্পাদক আবুল কাসেম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাছিত জবলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হোসাইন মোহাম্মদ বাবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সজিব, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মুকিত।