কুলাউড়ায় পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
কুলাউড়া সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি হান্নান মিয়াকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৪ অক্টোবর শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হান্নান মিয়া ওই এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আখলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া হান্নান মিয়াকে কাল শনিবার সকালে আদালতে পাঠানো হবে।