টেকনাফে দালালসহ ১৮ মালয়েশিয়াগামী আটক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৪, ১১:৩২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে এক দালালসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি ও কোস্টগার্ড।
এর মধ্যে আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার স্কুলের পাশের জঙ্গল থেকে আটক করা হয় এক দালালসহ ১৩ জনকে। আর গতকাল বুধবার রাতে বিজিবির দমদমিয়া চেকপোস্টে আটক করা হয় ৫ জনকে।
কোস্টর্গাডের টেকনাফ স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মুছা মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টর্গাড সদস্যরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার স্কুলের পাশের জঙ্গলে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। তারা অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা স্বীকার করেছে। এদের মধ্যে একজন দালালও রয়েছে।
তিনি জানান, আটক দালাল টেকনাফ হ্নীলা উলুচামারী কোণার পাড়া এলাকার নজির আহাম্মদের ছেলে শফিকুল ইসলাম। অন্যরা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে।
আটক দালালসহ মালয়েশিয়াগামীদের টেকনাফ থানায় হস্তান্তর করে মানবপাচার আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
এর আগে বুধবার রাতে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৫ জনকে আটক করে বিজিবি।
বিজিবি-৪২ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বুধবার রাতে দমদমিয়া বিওপি চৌকিতে দায়িত্বরত বিজিবি জওয়ানরা চেকপোস্টে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫ জনকে আটক করে। তারাও মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া কথা স্বীকার করেছে।
তাদের টেকনাফ থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিজিবির এই কর্মকর্তা।