সুনামগঞ্জ পৌরসভার লাশবাহী গাড়ি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৪, ১১:১৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জ পৌরসভা শহরের মুসলিম নাগরিকদের জন্য একটি অত্যাধুনিক লাশবাহী গাড়ি প্রদান করেছে সুনামগঞ্জ পৌরসভা। গতকাল ২২ অক্টোবর বুধবার রাতে শহরের পৌর চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল। মাওলানা আতাউর রহমান লস্কর ও জেলা ইমাম-মোয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট জহুর আলী, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সৈয়দম হিবুল ইসলাম, সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল বছির, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবু সাঈদ, শিক্ষক আব্দুল হক প্রমুখ।
সভা শেষে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা সাজিদুর রহমানের কাছে লাশবাহী গাড়ির চাবি হস্তান্তর করেন সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল। পৌরবাসীর দাবির প্রেক্ষিতে সুনামগঞ্জ পৌরসভার অর্থায়নে ২৭ লাখ টাকা ব্যয়ে এ লাশবাহী আধুনিক গাড়িটি ক্রয় করা হয়। বিনামূল্যে এ গাড়ি ব্যবহার করতে পারবে পৌরসভার। গাড়ির সম্পূর্ণ ব্যয় বহন এবং রক্ষণাবেক্ষণ করবে সুনামগঞ্জ পৌরসভা।