মৌলভীবাজারে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৯
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৪, ৮:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক:
মৌলভীবাজার জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ১৯ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভোরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল— রাজনগর থানায়, দেলোয়ার হোসেন (৩৫), জুড়ী থানায় রামু ভুনাজীর (৪৫), কুটন মিয়া (৩৫), বড়লেখা থানায় হোসেন মিয়া (৪৫), বিল্লাল মিয়া (৩৩), আব্দুল খালিক (৩৩), কুলাউড়া থানায় স্বাধীন মিয়া (৪৭), জাবেদ মিয়া (৩২), জসিম উদ্দীন (৩৪), জহির মিয়া (৪৭ ), কমলগঞ্জ থানায় হারুন মিয়া (৪৮), মানিক মিয়া (৪৪), আবছর মিয়া (৪৬), আবিজ মিয়া (৩৭), মজিদ মিয়া (৪৩), নাসির হোসেন (৪৭), মৌলভীবাজার মডেল থানায় নিকুঞ্জ দাস (৪৬), বাদশা মিয়া (৩৮) ও আকদছ আলী (৩৯)।
তাদের বাড়ি মৌলভীবাজারেরই বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতে পাঠানোর নিদের্শ দেওয়া হয়েছে।