আজ শ্যামা পূজা
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৪, ৭:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা কালীপূজা আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার উদযাপন করা হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালীপূজার আয়োজন করা হয়। হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই অপর এক শক্তি।
সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা শক্তির পূজা ও শক্তির আরাধনা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যা মা, তারা মা, চামুণ্ডা, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে স্মরণ করেন।
কালীপূজা উপলক্ষে সারা দেশের বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, ভক্তিমূলক গান, আলোকসজ্জাসহ নানা আয়োজন।