কুলাউড়ায় শিশুর মৃতদেহ উদ্ধার, আটক ১
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৪, ৬:৩২ পূর্বাহ্ণ
কুলাউড়া সংবাদদাতা ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে লাবনী আক্তার নাজরিন (৯) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে লাবনীর বান্ধবী সাফিয়া বেগমকে (৯) আটক করেছে পুলিশ।
আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে সাদনপুর গ্রাম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। লাবনী আকতার হাজীপুর ইউনিয়নের সাদনপুর গ্রামের দুবাই প্রবাসী নজরুল মিয়ার মেয়ে। সে হরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। লাবনীর চাচা আব্দুল বাছিত জানায়, গতকাল বুধবার সকালে লাবনী স্কুলে গিয়ে বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি। পরে আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তিনি আরো জানান, লাবনীর বান্ধবী সাফিয়া সকালে তাকে স্কুলে ডেকে নিয়ে যায় এবং বৃহস্পতিবার সকালে লাবনীর মৃতদেহ ধানক্ষেতে রয়েছে এ খবরটিও সে জানায়। সাফিয়া এ হত্যাকাণ্ড সম্পর্কে জেনে থাকতে পারে সন্দেহে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।