কমলগঞ্জে অতি দরিদ্র শব্দকরদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৪, ৫:৪২ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজারের ৭ জন হতদরিদ্র শব্দকরকে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল ২২২ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ চাল বিতরণ করছেন ৫৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৭ বিসিএস প্রশিক্ষণার্থী।
জানা যায়, প্রশিক্ষণ কোর্সের অংশ হিসাবে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৫ দিনের মাঠ পর্যায়ে প্রশিক্ষণের জন্য আসেন পুলিশের মোল্লা মোহাম্মদ শাহীন, শুল্ক ও আবগারীর ইশরাত জাহান, আনসারের শামীম আহমেদ, অর্থনীতির জারজানা জাহান, কৃষির হাফসা আকতার, নিঝুম কাইয়ুম তালুকদার ও তথ্যের তাবাসসুম মরিয়মসহ ৭ বিসিএস কর্মকর্তা।
প্রশিক্ষণের অংশ হিসাবে একদিন মুন্সিবাজার ইউনিয়নের শব্দকর সম্প্রদায়ের পাড়ায় তাদের দিনযাপনের অবস্থা দেখতে যান। সেখানে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ৭ জন শব্দকরকে অতিদরিদ্র হিসাবে চিহ্নিত করে উপজেলা প্রশাসনকে সহযোগীতা করার সুপারিশ করেন। তাদের সুপারিশে ভিত্তিতে উপজেলা প্রশাসন ৭ জন শব্দকরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে এনে প্রতি জনের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।