জুড়ীতে চা শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৪, ৫:১৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে অঞ্জলী চাষা (৩৪) নামে এক নারী চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২২ অক্টোবর বুধবার সকাল ৬টায় উপজেলার ফুলতলা এলবি টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ফুলতলা চা বাগানের এলবিন টিলায় গতকাল ২২ অক্টোবর বুধবার সকাল ৬টায় নিহত অঞ্জলীর স্বামী পরেশ চাষা ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে দেখতে পান তার স্ত্রী অঞ্জলী চাষা গাছে ঝুলন্ত অবস্থায়। পরে তিনি জুড়ী থানায় খবর দেন।
খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জুড়ী থানার সহ-পরিদর্শক (এসআই) নূরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় জুড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।