সিলেটে পুলিশি অভিযানে অবৈধ ব্লাড ব্যাংক সিলগালা: ৬ জন আটক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৪, ১:১৫ অপরাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আজ ২২ অক্টোবর বুধবার দুপুরে সিলেট নগরীর অবৈধ ব্লাড ব্যাংকগুলোতে অভিযান চালিয়েছে। অভিযানে কয়েকটি ব্লাড ব্যাংক সিলগালাসহ ৬ জনকে আটক করে পুলিশ।
জানা যায়, সিলেট এমএজি ওসমানী হাসপাতালকে কেন্দ্র করে তার আশপাশে অবৈধ ভাবে গড়ে উঠে কিছু ব্লাডব্যাংক। দীর্ঘদিন থেকে এই ব্লাডব্যাংকগুলো অবৈধভাবে ব্যবসা করে আসছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন অফিসের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ নগরীর রিকাবিবাজারে অবস্থিত ট্রাস্ট ব্লাড ব্যাংক, ইউনিক ব্লাড ট্রান্সকিউশন, রেড ব্লাড ব্যাংক ও গ্রিন লাইট রোটারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জাবের আহমদ, মিল্টন, তানবীর, সাহেদ ও লিটন মিয়াকে আটক করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ট্রাস্ট ব্লাড ব্যাংক, ইউনিক ট্রান্সকিউশন ও রেড ব্লাডব্যাংকে সিলগালাও করা হয়। এর আগে তারা নগরীর বাগবাড়ির একটি কলোনি থেকে মাসুক আহমদ নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার বাসার ফ্রিজ থেকে ৪ ব্যাগ রক্ত জব্ধ করা হয়।
অভিযোগ আছে এসব ব্লাড ব্যাংকের সঙ্গে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কিছু অসাধু কর্মচারী জড়িত।
অভিযানে নেতৃত্বে দেন সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জাবেদুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মল্লিক আহসান উদ্দিন সামি, বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের প্রতিনিধি নুরুল হক ও সিভিল সার্জনের একজন প্রতিনিধি।
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জাবেদুর রহমান গণমাধ্যমকে জানান, এসব ব্লাড ব্যাংকের কোনো সরকারি অনুমোদন নেই। রক্ত পরিশোধন ছাড়াই এরা একজনের রক্ত অন্য জনকে দিচ্ছে। যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।