সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) রেজা-ই-রাব্বী বিকেলে প্রথম আলোকে জানান, একটি গাড়িতে করে কাজে যাওয়ার পথে মক্কার কাছের জাবালে নূর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে সাতজন নিহত এবং দুজন আহত হন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হতাহতদের নাম-পরিচয় জানতে চাইলে রেজা-ই-রাব্বী বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি পাঁচজন বাংলাদেশি মারা গেছেন। তবে সবার নাম-পরিচয় নিশ্চিত হতে পারিনি। আমাদের প্রথম সচিব ঘটনাস্থলে গেছেন। তিনি ফিরলে বিস্তারিত জানতে পারব।’