মুন্সীগঞ্জে ট্রাকচাপায় ৪ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৪, ৯:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাক উল্টে অটোরিকশার উপর পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আজ ২২ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছে বলে জানালেও তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাইফুল ইসলাম জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে থেমে থাকা অটোরিকশার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয়েছে আরও দুইজন।
দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।