শাবির চার ছাত্রকে সাময়িক বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৪, ৮:৪২ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল ২১ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সুপারিশক্রমে এ চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিস্কৃত এ চার শিক্ষার্থী শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল হক সনি, পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খলিলুর রহমান।
সূত্র জানায়, গত ১৮ অক্টোবর শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফোডকোর্টের সামনে ছাত্রলীগ কর্মী সনি, মেহেদী এবং নজরুল, খলিলসহ কয়েকজন নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়। এ সময় সহকারী প্রক্টর মিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে উপস্থিত হলে এই চার ছাত্রলীগকর্মী তাঁকে লাঞ্ছিত করেন। প্রক্টর অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় চার ছাত্রলীগ কর্মীর বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রক্টরিয়াল বডির পরামর্শক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তাদের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ প্রক্টরিয়াল বডির কাছে ছিল।
এ দিকে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে বলেও জানান শাবি প্রক্টর।