আগামী রবিবার ইসলামি দলসমূহের হরতাল
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৪, ৭:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পবিত্র হজ্ব ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করা সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় আগামী ২৬ অক্টোবর রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামি দলসমূহ।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের মহাসচিব মওলানা জাফরুল্লাহ খান হরতাল ঘোষণা করেন। ইসলামি দলসমূহের বেধে দেওয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় এ হরতাল ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মওলানা জাফরুল্লাহ খান বলেন, ‘নাস্তিক মুরতাদ সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শরিয়া মোতাবেক বিচার করতে হবে। লতিফ সিদ্দিকী জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বার বার আলটিমেটামের সময় বাড়ানো পরও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা হরতালের মত কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি।’
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে ‘আইওয়াশ’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশবাসীকে ধোকা দিয়ে বোকা বানানোর এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে’।
এর আগে ২২ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ধর্মভিত্তিক আট দল ও সংগঠনের এই জোট। বেধে দেওয়া সময়ের মধ্যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ২৬ অক্টোবর হরতালের হুমকি দিয়েছিল ‘সম্মিলিত ইসলামী দলসমূহ’।