বড়লেখায় বিদ্যালয় পরিচালনা কমিটি থেকে বাদ পড়ায় প্রধান শিক্ষককে পেটালেন স্থানীয় বিএনপি নেতা
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৪, ৫:৩০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার আইলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শহীদকে (৪৫) বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে বেধড়ক পিঠিয়ে আহত করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। ঘটনাটি ঘটেছে গতকাল ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে।
নির্যাতনের শিকার প্রধান শিক্ষক বর্তমানে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালিক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ২১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার দিকে বড়লেখা পৌরসভাধীন আইলাপুর গ্রামের বিএনপি নেতা সাইদুল ইসলামসহ তাঁর কয়েকজন সহযোগী আইলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয় পরিচালনা কমিটিতে সাইদুল ইসলামের নাম বাদ দেওয়ায় সাইদুল ও তার সহযোগীরা প্রধান শিক্ষক আব্দুস শহীদকে কিল-ঘুষিসহ বেধড়ক মারধর করে আহত করেন। এ সময় ভয়ে আতঙ্কে স্কুলের অন্য তিনজন শিক্ষক চুপ করে থাকেন এবং স্কুলের শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করে।
এরপর স্থানীয়রা প্রধান শিক্ষককে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে প্রধান শিক্ষককে মারধরের বিষয়টি অস্বীকার করে বিএনপি নেতা সাইদুল ইসলাম জানান, স্কুলের হিসব-নিকাশ ও কমিটি পুনগঠনের বিষয়ে প্রধান শিক্ষকের সাথে আলাপ হয়েছে। মারধরের বিষয়টি সঠিক নয়।