জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৪, ১২:১১ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ডিসেম্বর শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) পরীক্ষা থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য অচিরেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
এদিকে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তির মেধাভিত্তিক ফল প্রকাশ হবে। বিকাল ৪টা থেকে যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে (এনইউ স্পেস এটি স্পেস রোল নম্বার) টাইপ করে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে জানা যাবে ফল। এছাড়া রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.nu.edu.bd/admissions) এই ফল প্রকাশ করা হবে।
৩ নভেম্বররের মধ্যে মেধাতালিকায় স্থানপ্রাপ্তরা অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে পারবেন।