মৌলভীবাজারে ৯৬০ ক্যান হান্টারসহ পিকআপ চালক আটক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৪, ১১:১৯ পূর্বাহ্ণ
এসএ পরিবহনের অফিস থেকে তাদের পরিবহনকৃত (সিএন নম্বর ৪৩০৮৬) খাঁচা ভর্তি ৯৬০ ক্যান দেশিয় বিয়ার হান্টার পিকআপে লোড করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল পিকআপটির পিছু ধাওয়া করে শেরপুর বাজারে গিয়ে গাড়িটি আটক করেন।
৯৬০ ক্যান দেশিয় বিয়ার পাচারকালে চালককে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শেরপুর এলাকা থেকে মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন, নিতাই রায় ও শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্য জামিল হোসেন জিয়া গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এক প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই নাজিম উদ্দীন ও নিতাই রায় শহরের কুসুমবাগ এলাকায় অ্যালকোহলযুক্ত পানীয় বহনকারী একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছে এমন খবর পান। তারা পিকআপটির পিছু ধাওয়া করে ছুটলে শেরপুর বাজারে গিয়ে গাড়িটি আটক করেন। এ সময় তাদের সহযোগিতা করেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্য জামিল হোসেন জিয়া। গাড়িটি আটককালে গাড়িতে থাকা অপর দুজন পালিয়ে যান। পরে পুলিশ গাড়িতে থাকা ৯৬০ ক্যান বিয়ার হান্টারসহ গাড়ি চালক হানিফ মিয়া (৪৫), পিতা, মকসুদ মিয়াকে আটক করে। জব্দকৃত বিয়ারের বাজার মূল্য ২লক্ষ ৮৮ হাজার টাকা।
প্রেসব্রিফিংকালে চালক হানিফ মিয়া জানান, দুজন ব্যক্তি গাড়িটি শেরপুরে যেতে ভাড়া করে। পরে এসএ পরিবহনের অফিস থেকে পরিবহনকৃত (সিএন নম্বর ৪৩০৮৬) খাঁচা ভর্তি হান্টার গাড়িতে লোড করে। গাড়িটি শেরপুরে পৌঁছামাত্র ভাড়াকারী দুজন লোক পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, চালকের নিকট থেকে তথ্য উদ্ঘাটন করে পাচারকারীদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিককদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ মালামাল বহন ও পার্সেল করা আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে এসএ পরিবহনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে।