পিস্টোরিয়াসের ৫ বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৪, ১০:৫২ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
বান্ধবী রিভা স্টিনক্যাম্প হত্যা মামলায় অস্কার পিস্টোরিয়াসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রিটোরিয়ার হাইকোর্টের বিচারক থোকোজিলে মাসিপা দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ পিস্টোরিয়াসকে এই সাজা দেন।
গত মাসে বান্ধবীকে হত্যার অভিযোগে দোষী অভিযুক্ত হওয়ায় পিস্টোরিয়াসের বিচার শুরু হয়। মামলার রায়ে সরকারপক্ষ নূন্যতম দশ বছরের শাস্তি দাবি করে। অপরদিকে বিবাদীপক্ষ এ মামলার রায়ে গৃহবন্দী রাখার জন্য আবেদন জানায়।
এর আগে টানা দেড় বছর বিচার শেষে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের পৃথক দুই মামলায় পিস্টোরিয়াসকে প্রিটোরিয়া আদালত খালাস দেন।
গত বছর ১৪ ফেব্রুয়ারি মধ্য রাতে প্রেমিক পিস্টোরিয়াসের বাসভবনে খুন হন দক্ষিণ আফ্রিকার মডেল ও অভিনেত্রী রিভা স্টিনক্যাম্প। ভেতর থেকে দরজা বন্ধ বাথরুমে অবস্থানরত অবস্থায় স্টিনক্যাম্পকে শট গানের উপর্যুপরি গুলিতে হত্যা করেন পিস্টোরিয়াস। তবে পিস্টোরিয়াসের দাবি, বাথরুমে চোর মনে করে গুলি ছুঁড়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১২’র লন্ডন অলিম্পিকে নতুন ইতিহাস গড়েন দুই পাহীন দৌড়বিদ দক্ষিণ আফ্রিকার অস্কার পিস্টোরিয়াস।