ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৪, ৮:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ধর্মীয় অনুভূতিতে আঘাত, কটূক্তি ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন এবি সিদ্দিকীর আইনজীবী রওশন আরা শিকদার ডেইজি।
মামলার এজাহারে বলা হয়েছে, ‘গত ১৪ অক্টোবর বিকেল ৫টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুভ বিজয়ার অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া আওয়ামী লীগের নানা সমালোচনা করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। তারা ধর্মহীনতায় বিশ্বাস করে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ নয়, ধর্মহীন দল। এমন বক্তব্যে খালেদা জিয়া সকল ধর্মের অনুভূতিতে আঘাত হেনেছেন।’