ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৭
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৪, ৮:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভারতের অন্ধ্র প্রদেশের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নারী। খবর: এনডিটিভিদিওয়ালি উৎসবের ঠিক ৩ দিন আগে সোমবার রাতে প্রদেশের পূর্ব গোদাবাড়ি জেলার ভাকাটপ্পা গ্রামে একটি আতশবাজি তৈরির কারখানায় কাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।
আজ মঙ্গলবার সকালে দগ্ধ আরো ৬ জন হাসপাতালে মারা যান। পুলিশ জানায়, তীব্র বিস্ফোরণের কারণে অনেকে পার্শ্ববর্তী মাঠে উড়ে পড়েন। এখনও ২ জন নারী নিখোঁজ রয়েছেন।স্থানীয় কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় কারখানাটিতে ৩০ জন কর্মরত ছিল।
ফায়ার সার্ভিস দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক কর্মী এনডিটিভিকে জানান, ‘আমরা কারখানায় কাজ করছিলাম। হঠাৎ বিশাল শব্দে বিস্ফোরণ হয়। এরপর মনে হচ্ছিল কেউ যেন আমাকে দূরে নিক্ষেপ করছে।’সরকার কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।দিওয়ালি উৎসবকে কেন্দ্র করে বিগত ১০ বছর ধরে এই কারখানা এ সময়ে চালু থাকে- এমনটা উল্লেখ রয়েছে অনুমতিপত্রে।অন্ধ্র প্রদেশের মুখমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপী দেয়ার ঘোষণা দিয়েছেন।
দিওয়ালি ধর্মীয় উৎসব। দিওয়ালি অর্থ আলোর উৎসব। এটি হয় বিভিন্ন রাজ্য বা সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী।