রাজনগরের পাঁচগাঁওকে শতভাগ স্যনিটেশন ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৪, ৮:২২ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি : :
রাজনগর উপজেলার পাঁচগাঁওকে শতভাগ স্যনিটেশন আওতায় ঘোষণা করলেন বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজি খলিকুজ্জামান আহমদ। এ উপলক্ষ্যে আজ ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে পাচগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ, র্যালি ও সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মিহির কান্তি দাস মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. খলিকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছকির খান। হিডের রাজনগর উপজেলা কো-অর্ডিনেটর নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপিকা ড. জাহেদা আহমদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়াত জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. ইকবাল, স্বাস্থ্য কর্মকর্তা পার্থ সারথি দত্ত, শিক্ষক ছাদেকুল আমিন ভূইয়া প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসফ অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির অধিনে পাঁচগাঁও ইউনিয়নের ৪ হাজার ৫ শ ৮৪টি খানার মধ্যে ২ হাজার ১ শ ৮৩টি পরিবারকে স্যানিটেশনের আওতায় নয় বলে চিহ্নিত করা হয়। ওই পরিবারগুলোকে বিনা মূল্যে ১ হাজার ৫০০শ টাকা মূল্যের ৫টি রিং ও ১টি স্লাব দেয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩২ লাখ ৭৪ হাজার ৫০০শ টাকা।