সিলেট বিভাগব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ২শ’ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৪, ৭:৫৮ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেট রেঞ্জের চার জেলায় পুলিশের বিশেষ অভিযানে ২শ’ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২০ অক্টোবর সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ২১ অক্টোবর ভোর রাত পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযান তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যে সিলেট জেলায় ৫৩ জন, হবিগঞ্জে ৬৪ জন, মৌলভীবাজারে ৩২ জন ও সুনামগঞ্জ জেলা থেকে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট রেঞ্জ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।