শেয়ার বাজের সূচক ও লেনদেন দুটিই কমেছে
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৪, ১:৩৮ অপরাহ্ণ
অর্থ-বাণিজ্য ডেস্ক ::
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৪৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৯৩৩ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ২০৭ পয়েন্টে স্থির হয়।
এদিন ডিএসইতে ২৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
দিন শেষে হাতবদল হয়েছে মোট ৫৯৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এদিকে ডিএসই’র মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেশির ভাগ শেয়ারের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
সিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৯ হাজার ৬৮৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট কমে ১৩ হাজার ১৪৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থা করে।
এদিন সিএসইতে ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
দিন শেষে হাতবদল হয়েছে মোট ৪৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।