নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫,আহত ৪৫
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৪, ১:১০ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট ::
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতার হোসেন জানিয়েছেন, বনপাড়ায় হাইওয়ে থানায় ২০ জনের মরদেহ রয়েছে। বগুড়া সদর হাসপাতাল মর্গে ১৫ জনের মরদেহ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের রাজ্জাকের মোড় এলাকায় কেয়া পরিবহন ও অথৈ পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। কেয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আর অথৈ পরিবহনের বাসটি নাটোর থেকে গুরুদাশপুর যাচ্ছিল।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই রয়েছে ২০ জনের লাশ। এছাড়া বড়াইগ্রাম হাসপাতাল, পাটোয়ারী ক্লিনিক এবং আমিনা ক্লিনিকে আরও আট জনের মৃতদেহ রয়েছে। তিনি জানান, দুর্ঘটনায় অনেকেই গুরুতর আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।
সোমবার বিকেলের এ দুর্ঘটনার পরপরই ২০ জন নিহতের কথা জানায় স্থানীয় প্রশাসন। এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।