অধ্যক্ষ ননী গোপাল রায়ের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৪, ১০:৩৬ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
মৌলভীবাজারের হাজী মুখলেছুর রহমান কলেজের অধ্যক্ষ ননী গোপাল রায়ের ওপর কলেজ পরিচালনা কমিটির নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সহস্রাধিক ছাত্র-শিক্ষক ও অভিবাবকবৃন্দ।
আজ ২০ অক্টোবর সোমবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সর্বস্তরের ছাত্র- শিক্ষক ও জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্যদেন শিক্ষক মনসুর ইকবাল, শিক্ষক শায়েক আহমদ, শিক্ষক আব্দুর রহমান, আমিনুর রহমান জিয়ন, ছাত্র ইউনিয়ন নেতা জাবেদ ও হাসান ।
পরে কলেজ পরিচালকের কুশপুত্তলিকা পোড়ায় ছাত্ররা। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ফলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মৌলভীবাজার-ঢাকা মহাসড়ক বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে।
পরে তারা এ বিষয়ে বিচার চেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন।