চীন সফরে গেলেন সিলেট সিটি মেয়র
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৪, ১০:১০ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সেভেন সিস্টার্স সামিটে অংশ নিতে চীন সফরে গেলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ সোমবার বেলা ২ টায় চাইনিজ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
চীনের আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে যান মেয়র আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য উশি সিটির সেভেন সিস্টার্স সামিট-এ অংশ নিবেন। এতে ২৬ টি দেশের মেয়ররা অংশগ্রহণ করবেন।
এই সম্মেলনে উশি সিটির সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মন্জু।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, এই চুক্তির আওতায় দুটি সিটির মধ্যে শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, পর্যটন খাতসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।