দিরাইয়ে খাস জমি নিয়ে সংঘর্ষে আহত ৭
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৪, ৯:৩৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের দিরাইয়ের খাস জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল ১৯ অক্টোবর রোববার বিকেলে উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সিলেট ওসমানীতে ভর্তি আহতরা হলেন, সমর দাস, জিতু সমাজপতি ও সুজিত দাস।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জানান, খাস জমি নিয়ে ভাঙ্গাডহর গ্রামের চিত্ত রঞ্জন দাস ও অরুণ দাসের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এ নিয়ে রোববার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তবে গ্রামের পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানা গেছে।