নিকারাগুয়ায় বন্যায় ২৪ জনের প্রাণহানি
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৪, ৮:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নিকারাগুয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ২৪ জনের প্রাণহনি ঘটেছে। রোববার কর্তৃপক্ষ এ কথা জানিয়ে কিছু এলাকায় মারাত্মক স্বাস্থ্য সংকটের আশঙ্কাও করেছে।
নিকারাগুয়া সরকারের মুখপাত্র রোজারিও মুরিলো জানান, বন্যার কারণে ৩৩ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে এবং অনেককেই আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে অবস্থান করতে হচ্ছে।
এদিকে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন অতিরিক্ত স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে মশার উপদ্রুব বেড়ে যাবে এবং এতে মশাবাহিত রোগও ছড়িয়ে পড়বে।
এছাড়া মুরিলো সতর্ক করে বলেন, মাটি ভেজা থাকায় মাঝারি মাপের বৃষ্টিপাতে আরো ভূমিধসের ঘটনা ঘটতে পারে।