ভারতীয় তিনিট টিভি চ্যানেল নিয়ে আদালতে রিট
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৪, ৬:১৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে তিনটি ভারতীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সম্প্রচার কেন নিষিদ্ধ করা হবে না, সে প্রশ্নে একটি রুল জারি করেছে দেশটির হাইকোর্ট।
স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলা নামের এই চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে সদ্যপ্রনীত সম্প্রচার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে আদালতে একটি রিট আবেদনের পর এই রুল জারি করা হলও।
রিট আবেদনে বলা হয়েছে, চ্যানেল তিনটিতে এমন সব অনুষ্ঠান প্রচারিত হয় যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এগুলো বাংলাদেশে নেতিবাচক প্রভাব ফেলছে।
সম্প্রতি হাইকোর্টে জনস্বার্থে এই রিট আবেদনটি করেন আইনজীবী শাহীন আরা লাইলী। গতকাল ১৯ অক্টোবর রবিবার শুনানিতে তার পক্ষে যুক্তি তুলে ধরেন আরেক আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া।
কোন প্রেক্ষাপটে এই রিট আবেদনটি করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলা নামে এই চ্যানেল তিনটিতে এমন সব অনুষ্ঠান প্রচার করা হচ্ছে যার নেতিবাচকভাবে দেশের বড় একটা জনগোষ্ঠীর উপর পড়ছে।
রিট আবেদনের শুনানির পর তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বিটিভির মহাপরিচালক, পুলিশ মহাপরিদর্শক এবং বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারের স্বত্বাধিকারী জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানকে রুলের জবাব দেবার জন্য চার সপ্তার সময় বেধে দেয়া হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, আলোচিত টিভি চ্যানেল তিনটি বাংলাদেশি টেলিভিশন দর্শকদের একটি বড় অংশের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে পণ্যের প্রসার বাড়াতে সম্প্রতি এই চ্যানেলগুলোতে বাংলাদেশি পণ্যেরও বিজ্ঞাপন প্রচার করতে দেখা যাচ্ছে।