শ্রীমঙ্গল হেলথ কমপ্লেক্স পরিদর্শনে ‘হু’র প্রতিনিধি দল
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৪, ৬:০০ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল হেলথ কমপ্লেক্স পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি দল।
গতকাল ১৯ অক্টোবর রবিবার বেলা ৩ ঘটিকায় ডা. পারানী এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল হেলথ কমপ্লেক্স পরিদর্শনে আসেন। হাসপাতালের বিভিন্ন দিক নিয়ে তারা হাসপাতালের চিকিৎসকদের সাথে একটি বৈঠক করেন। পরে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটারসহ অন্যান্য দিক পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. বিনেন্দু ভৌমিক, ডা. অশোক ঘোষসহ আরো অনেকে। হাসপাতাল পরিদর্শন শেষে তারা একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান।