আন্দোলন থেকে পিছু হটল ছাত্রদলের ‘পদবঞ্চিতরা’
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ২:৫৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি পুনর্গঠনের দাবিতে চলমান আন্দোলন একদিনের জন্য স্থগিত করেছেন পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা।
আজ ১৯ অক্টোবর রোববার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ছাত্রদলের পদবঞ্চিত অংশের তরিকুল ইসলাম টিটু।
নয়াপন্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিবের কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে পদবঞ্চিতদের মির্জা ফখরুল তাদের আন্দোলনের ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মন্তব্য করেন এবং তাদেরকে আন্দোলন থামাতে বলেন।
পরে পদবঞ্চিত অংশের অন্যতম নেতা তরিকুল ইসলাম টিটু জানান, মির্জা ফখরুল তাদের দাবি নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনার আশ্বাস দেয়ায় একদিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের পদবঞ্চিত অংশের মশিউর রহমান মিশু, রাকিবুল ইসলাম রয়েল, তরিকুল ইসলাম টিটু এবং মনিরুজ্জামান মনি প্রমুখ।
বিগত ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ২০১ সদস্য বিশিষ্ট (আংশিক) নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা পর থেকেই কমিটিতে স্থান না পাওয়া অংশের নেতাকর্মীরা ছাত্রদলের বিভিন্নভাবে আন্দোলন করে আসছিলেন।
গতকাল শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে পদবঞ্চিতরা তালা ঝুলিয়ে দেন। আজ সকাল সাড়ে ৬টার দিকে ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নতুন কমিটির নেতারা।
পরে দুপুরের দিকে কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভ প্রদর্শনের সময় সংগঠনের নতুন কমিটির সমর্থকদের সঙ্গে পদবঞ্চিত অংশের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১০ জন। এসময় বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরালে ভাঙচুরের ঘটনা ঘটে।