বড়লেখায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাত, প্রতারক দম্পতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ২:৫২ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় সুইডেন পাঠানোর ফাঁদ পেতে প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৮ অক্টোবর শনিবার রাতে প্রতারণার শিকার লুৎফুর রহমানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
প্রতারক দম্পতি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পানিআগা গ্রামের রইছ আলীর ছেলে আব্দুল আজিজ (৩৫) ও তাঁর স্ত্রী জাহানারা আক্তার সুমী (৩০)।
বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার গৌড় নগর গ্রামের আব্দুল মালিকের ছেলে লুৎফুর রহমান ও তার বন্ধু শহীদুল ইসলামের নিকট থেকে ওই দম্পতি কৌশলে ঘনিষ্ঠ হওয়ার পর চলিত বছরের ২৩ জুলাই সুইডেনে পাঠানোর কথা বলে প্রায় ২৯ লাখ টাকা নেন। কিন্তু তারা নির্দিষ্ট তারিখের মধ্যে তাদের সুইডেনে পাঠাতে ব্যর্থ হন। পরবর্তীতে ওই দম্পতি আরো টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। গত শনিবার তারা লুৎফুরের বাড়িতে আসেন। লুৎফুর রহমান ও তার বন্ধু শহীদুল ইসলাম বুঝতে পারেন তারা ওই দম্পতির প্রতারণার শিকার হচ্ছেন। তাই তারা আজিজ দম্পতিকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ওই প্রতারক দম্পতিকে গ্রেফতার করে।
এ ঘটনায় ঐদিন রাতেই লুৎফুর রহমান বাদী হয়ে প্রতারক দম্পতির বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে আজ রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে।