ফেব্রুয়ারিতেই তাহলে ক্যাটরিনা-রনবিরের বিয়ে?
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ১১:২৭ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক ::
ঘুরিয়ে ফিরিয়ে হলেও দুজনেই স্বীকার করেছেন প্রেমের কথা। পাঁচ বছর প্রেম করার পর এখন বসবাস করছেন এক ছাদের নিচে। তাহলে কি সত্যিই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন রনবির কাপুর আর ক্যাটরিনা কাইফ?
মুম্বাই সিনেপাড়ায় জোর গুঞ্জন চলছে, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধবেন তারকা জুটি রনবির কাপুর এবং ক্যাটরিনা কাইফ। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, এর মধ্যেই কাপুর পরিবারে শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি।
২০০৯ সাল থেকেই এই জুটি প্রেম করছেন বলে শোনা যায়। ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমার সেট থেকেই এই প্রেমের শুরু। তবে নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা।
২০১৩ সালে স্পেনেরর ইবিজ্জায় ছুটি কাটাতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হন ক্যাট-রনবির।
চলতি বছর বাবার বাড়ি ছেড়ে নিজস্ব অ্যাপার্টমেন্টে ওঠেন রানবির। শোনা যাচ্ছে তার সঙ্গে সেখানে বসবাস করছেন ক্যাটরিনাও।
বেশ কিছুদিন আগে বৈঠকে বসেছিল কাপুর আর কাইফ পরিবার। গুঞ্জন উঠেছে, তখনই সারা হয়েছে তাদের বিয়ের আলোচনা। ক্যাটকে ইতিমধ্যেই সাদরে গ্রহণ করেছে কাপুর পরিবার। যে কোনো পারিবারিক অনুষ্ঠানে রানবিরের সঙ্গে দেখা গেছে ক্যাটকে।
এর আগে ‘কফি উইথ কারান’ অনুষ্ঠানে অংশ নিয়ে রনবিরের চাচাতো বোন কারিনা কাপুর বলেছিলেন, রনবিরের বিয়েতে তিনি ক্যাটরিনা কাইফের গানেই নাচবেন।
বর্তমানে রনবির ব্যস্ত আছেন তার সিনেমা ‘তামাশা’র শুটিং নিয়ে। সিনেমায় তার বিপরীতে আছেন রনবিরের সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোন। ধারণা করা হচ্ছে ‘তামাশা’র শুটিং শেষেই বাজবে ক্যাট-রনবিরের বিয়ের বাদ্য।