সিম্ফনি বাজারে আনল উন্নত ডিসপ্লের স্মার্টফোন এক্সপ্লোরার এইচ৫০
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ১০:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ::
এক্সপ্লোরার এইচ৫০ নামের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে সিম্ফনি। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে উন্নত টাচ সুবিধাযুক্ত ডিসপ্লে। পাঁচ ইঞ্চি মাপের আইপিএস এইচডি ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে গ্লাস, ফিল্ম ও বিশেষ ফিল্ম প্রযুক্তি।
১২৮০ বাই ৭২০ রেজুলেশনের ডিসপ্লে স্মার্টফোন ব্যবহারকারীদের ঝকঝকে এবং নিখুঁত ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা দেবে। স্মার্টফোনটির সামনে ও পেছনের উভয় ক্যামেরাতেই রয়েছে অটোফোকাস। স্মার্টফোনটির পেছনে আট মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ফ্ল্যাশ লাইট, ফেস বিউটি, কন্টিনিউয়াস শট, প্যানোরমাসহ আরও বেশ কিছু ফিচার রয়েছে ক্যামেরায় ।
এক জিবি র্যাম ছাড়াও এইচ৫০ স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৮ জিবি রম এবং ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। ৮ দশমিক ৪ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটি থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস, জি-সেন্সর সমর্থন করে।
অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করছে সিম্ফনি।