ছাত্রদলের অফিসে তালা দিল বিক্ষুব্ধ নেতা-কর্মীরা
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ৯:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সংগঠনের বিক্ষুব্ধ একদল নেতা-কর্মী।
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে গত কদিনের মতো গতকাল ১৮ অক্টোবর শনিবারও বিক্ষোভ চলছিল ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এরই এক পর্যায়ে সেখানে তালা দেয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দুপুরে যখন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তখনো সেখানে বিক্ষোভ চলছিল। তিনি গাড়িতে চলে যাওয়ার সময়ও সেখানে ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্লোগান দেন।
উল্লেখ্য কয়েকদিন আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। ছাত্রদলের নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক নিযুক্ত হন যথাক্রমে রাজীব আহসান এবং আকরামুল হাসান।
কিন্তু এই কমিটি ঘোষণার পরপরই সংগঠনের একাংশ এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। শুক্রবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের মিছিল করতে দেখা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, যারা ছাত্রদলের দুর্দিনে মাঠে ছিলেন, নতুন কমিটিতে তাদের ঠাঁই হয়নি। তারা এই কমিটি পুনর্গঠনের দাবি তুলেছেন।
তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নেত্রী খালেদা জিয়া সবার সঙ্গে আলাপ আলোচনা করেই এই কমিটি গঠন করেছেন।