শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ৮:৩৬ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া বাগান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ ১৯ অক্টোবর রোববার ভোরে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন, হবিগঞ্জ জেলার লাখাই এলাকার বজলু মিয়ার ছেলে জসিম মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর এলাকার মৃত মনু মিয়ার ছেলে পরান মিয়া (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে শ্রীমঙ্গল সদর উপজেলার ওই এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে আটক করে। এ সময় ডাকাতদের কাছে থেকে গ্রিল কাটার মেশিন, দু’টি চাপাতি, দু’টি রামদা, একটি সাবলসহ ডাকাতির আরো সরঞ্জম উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে বলে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।