সুনামগঞ্জে ছাত্রী, গৃহবধূ ও শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৪, ৭:৪৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় একজন কলেজ ছাত্রী, এক গৃহবধূ ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ১৮ অক্টোবর শনিবার দুপুরে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রাম থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করা হয়। অপরদিকে ভোরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রাম থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উপজেলার বড়কাপন গ্রামের বাসিন্দা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশগুলো উদ্ধার করে সুরতহাল রিপোর্টের লক্ষ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।